Saturday, July 3, 2010

লিটল ম্যাগাজিন
রাজীব সিংহ


বন্ধুবিয়োগ অথবা ভেঙে যাওয়া যৌথস্বপ্নগুলি
তারের বিদ্যুতের মতো সঞ্চরমান থাকে তার শরীর-এঞ্জিনে...
বিফলতার ধূসর আগুনে জ্বালা করে দুইচোখ,
ক্রমশ কবিতা-অক্ষম হয় দুইহাত :
চেনাপথের মাঝখানে থেমে থাকে বৃষ্টিভেজা ট্রাম--
রেলিংতোলা খাটের মধ্যে থেকে দেখি হসপিটালের সিলিং,
সিলিঙের ফ্যানগুলি অথবা
            দূরের পুরনো বাড়িদের শরীর ঘিরে বৃষ্টি...
টেবিলের চেনা-চোখ চেনা-গানগুলি 
ফিরিয়ে রাখে মুখ;


বাংলা কবিতার মেন রোড ধরে হেঁটে যায় দুই প্রাচীন বন্ধুতা--
কবি ও সম্পাদকের

(কেরিয়ারগ্রাফথেকে)                                                                                          


1 comment: