Saturday, July 3, 2010

From the diary of SANDIPAN CHATTOPADHYAY

২৩ নভেম্বর ১৯৮৪

ভরত : রাতে ঘুম ভেঙে গেলে আমি আর ঘুমাই না । তোমার কথা ভাবি। কত কথা মনে পড়ে । তুমি বোধহয় সঞ্জয়ের কথা-- তাই না ?

সুরঞ্জনা : না, আমি নিজের কথাই বরং ভাবি । সেদিন ঘুম ভেঙে গেল । সঙ্গে কাজের মেয়েদুটো শোয়, তাই আলো জ্বালালাম না । বসে র‌ইলাম। গির্জার ঘড়িতে যেই তিনটে বাজল,অমনি এ-বাড়ি ও-বাড়িতে পরপর অ্যালার্ম। বুঝলাম,নভেম্বর,পরীক্ষা এগিয়ে আসছে তাই।আমারও স্কুলজীবনে ফিরে যেতে ইচ্ছে করল।
দাদার বিয়ের মেয়ে দেখতে আসমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম ব্যারাকপুর।দাদা একটা ক্যাসেট চালিয়ে দিয়েছিল--"যাবার বেলায় পিছু ডেকে কেন কাঁদালে আমায়...আমার এমন বুঝি মন নয় ?"
"নয়"টাকে একটা দারুন অভিমান-ভরা কাঁদো-কাঁদো "?"বসিয়ে দিল বলার সময়।ভরত মেয়েকে এসে জিজ্ঞাসা করল,কার গানরে ?
"আশা ভোঁসলের।"
                                                     (সৌজন্যে প্রতিভাস) 

1 comment:

  1. এটা আরো খানিকটা পেলে মন ভরতো।

    ReplyDelete