Friday, July 2, 2010


 আরশি   ----------সুতপা ভট্টাচার্য্য বারুই

এখানে আমার সাথে আমি
নিভৃতে আলাপ সারি
প্রশ্ন করিনি কোনদিন
নামধাম কুল পরিচয়
ক’কাঠার ঘরবাড়ি ।
নেহাতই অভ্যাস বশে
মুখোমুখি শুধু পরস্পর
বসে থাকা, চেয়ে থাকা
কিছু ক্ষণ মৌনমুখর ।
অঙ্গবিভঙ্গ জুড়ে
পরিচিত শিরা উপশিরা
এমন কি কোমরের তিল
আতিপাতি খুঁজে ফিরি
আরও কিছু ভীষণ অমিল।
পারদ-প্রলেপ ক্ষয়ে ক্ষয়ে
অবশষে কঙ্কালসার
আমৃত্যূ পরিচিত বটে
সখ্যতা ছিলনা দুজনার।

1 comment: