কবিতা উত্সবে
রাজীব সিংহ
মনে মনে কবিতা বুনে বুনে অবশেষে পংক্তিমালা :
কবিতা শেষ করবার পর শ্রোতা-মেয়েটি উঠে চলে যায়
অন্য পাঠকের হাত ধরে অকস্মাৎ,হঠাতই ।
প্রস্তুতিপর্বহীন এরকম ঘোর অমাবস্যার জন্য
এতোটুকু তৈরি ছিলো না পথিক--
সমস্ত শরীর লম্বা লম্বা ডাল আর ঘন সবুজ পাতা দিয়ে
ঢেকে রাখে গাছ । কবিতারচনাহীন সেইসব এমনি দুপুরে
আস্ফালনে আস্ফালনে হীন হয়ে গেছি,হিরন্ময় ।।
আস্ফালন শব্দটা দুবার ব্যবহারটা না করলে বোধহয় বেশী ভাল হোতো।
ReplyDelete